সিরিয়ার ইদলিবে অস্ত্র গুদামে বিস্ফোরণে নিহত ৩৯

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে সেটিতে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রাখা হয়েছিল।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইদলিব শহরের উত্তরে তুরস্কের সীমান্ত সংলগ্ন সারমান্ডা শহরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ১২ শিশুও রয়েছে।
অবজারভেটরি জানায়, সিয়ায় সাত বছর ধরে চলমান যুদ্ধে উদ্বাস্তু পরিবারগুলো ওই ভবনটিতে বসবাস করতেন। একই সঙ্গে একজন অস্ত্র ব্যবসায়ীও ভবনটি ব্যবহার করতেন।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কাজ করে এমন একটি সংগঠন ‘হোয়াইট হেলমেটস’ এক টুইট বার্তায় নিহতের সংখ্যা ৩৬ জন বলে জানিয়েছে। তারা বলেছে, বিস্ফোরণে আরও বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণে ধসে যাওয়া ভবনটি থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তারা নিশ্চিত করে কিছু জানায়নি।
সিরিয়ায় এখন পর্যন্ত যে এলাকাগুলো বিদ্রোহীরা নিয়ন্ত্রণে রেখেছে ইদলিব তার একটি।
Comments