সেই দেম্বেলের গোলেই সুপার কোপা বার্সেলোনার

মেসি

ম্যাচের আগে নানা ধরণের বিতর্ক। সেভিয়া তো ম্যাচ বর্জনের হুমকিও দিয়েছিল। তবে সব ছাপিয়ে দারুণভাবেই শেষ হলো সুপার কোপা দ্য স্পেনিয়া। মৌসুমের শুরুতেই সাফল্য পেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পিছিয়ে পড়েও সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে দলটি। দলের জয়সূচক গোলটি এসেছে ফরাসী তারকা ওসমান দেম্বেলের পা থেকে। অথচ দুদিন আগেও দল ছাড়ার জন্য মরিয়া ছিলেন এ ফরোয়ার্ড।

আগের মৌসুমের লা লিগা ও কোপা দেল রে চ্যাম্পিয়নরা নতুন মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়। গত মৌসুমে দুটি শিরোপাই জিতেছে বার্সেলোনা। তাই কোপা দেল রের রানার্সআপ সেভিয়াই সুপার কাপে বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী। এছাড়া ১৯৮২ সালে প্রতিযোগিতাটি শুরুর পর এবারই এক লেগে হয় এর নিষ্পত্তি। পাশাপাশি প্রথম বারের মতো প্রতিযোগিতা হয়ে স্পেনের বাইরে। মরক্কোর তানজিয়ারে রোববার শিরোপা জিতে নেয় বার্সেলোনাই।

ম্যালকমকে দলে টানার পর থেকেই নিজের জায়গা নিয়ে শঙ্কিত ছিলেন দেম্বেলে। তাই দল ছাড়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু আশানুরূপ অফার না পাওয়ার শেষ পর্যন্ত বার্সাতেই থাকতে হয় তাকে। তিনি যে দলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ হতে পারেন তার প্রমাণ দিলেন মৌসুমের প্রথম ম্যাচেই। তবে এদিন ৯ মিনিটেই পাবলো সারাবিয়ার গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। লুইস মুরিয়েল ক্রস থেকে বল পেয়ে কোণাকোণি শটে টের স্টেগানকে পরাস্ত করেন তিনি।

গোল খেয়ে তা পরিশোধ করতে মরিয়া হয়ে খেলতে থাকে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল দলটি গোলরক্ষক থমাস ভাচলিকের দুর্দান্ত সেভে। তবে প্রথমার্ধের শেষ দিকে জেরার্দ পিকেকে আর আটকে রাখতে পারেননি তিনি। মেসির দারুণ ফ্রিকিক বারে লেগে ফিরে আসলে ফিরতি বল পেয়ে জালে জড়ান এ স্প্যানিশ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে বার্সেলোনা। ৬০ মিনিটে মেসির ফ্রিকিক ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন গোলরক্ষক ভাচলিক। পরের মিনিটে গোল পেতে পারতো সেভিয়াও। ফ্রাংকো ভাজকেজের হেড বারে বাইরে চলে যায়। পরের মিনিটে আবার দলের ত্রাতা ভাচলিক। দেম্বেলের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন। ৭৭ মিনিটে দুই দুইটি দুর্দান্ত সেভ করেন ভাচলিক। কিন্তু পরের মিনিটে দেম্বেলের দূরপাল্লার কোণাকোণি শট আর আটকাতে পারেননি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনেল মেসির দল। ক্লাবের অধিনায়ক হিসেবে মেসির শুরুটা হলো দুর্দান্ত।

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

17h ago