আমির খান কি রাজনীতিতে আসতে চান?

Aamir Khan with Maharashtra chief minister Devendra Fadnavis
ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের সঙ্গে বলিউড অভিনেতা আমির খান। ছবি: সংগৃহীত

বলিউডে অভিনয়ের পাশাপাশি সমাজসেবায় গভীরভাবে নিয়োজিত আমির খান। ভারতীয় চলচ্চিত্রে তার খ্যাতি যেমন আকাশছোঁয়া, তেমনি ভারতীয় সমাজে তার গ্রহণযোগ্যতা ঈর্ষণীয়। তাই বিভিন্ন সময় প্রশ্ন উঠে আমির খান রাজনীতিতে আসতে চান কী না।

গতকাল আমিরের পানি ফাউন্ডেশনের ‘ওয়াটারকাপ’ পুরস্কার ঘোষণার পর আজ (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে আমিরকে ছুঁড়ে দেওয়া হয় সেই প্রশ্নটি। এছাড়াও জানতে চাওয়া হয়, সমাজে বিশেষ অবদান রাখার জন্যে তাকে যদি ভারতের রাজ্যসভায় আমন্ত্রণ জানানো হয় তাহলে বিষয়টিকে তিনি কিভাবে দেখবেন।

২০১৬ সালে আমির ও তার স্ত্রী কিরণ রাও প্রতিষ্ঠিত পানি ফাউন্ডেশন এর গতকালের অনুষ্ঠানে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসসহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছিলেন। এরপর বিভিন্ন মহলে জোরালো প্রশ্ন জাগে, আমির খান কি রাজনীতিতে আসতে চান?

আমিরের জবাব, “আমি যে পেশায় নিয়েজিত, সে পেশার মানুষেরা এমনিতেই জাতি গঠনের এক বিশাল দায়িত্ব মাথায় নিয়ে রাখেন। তারা সমাজে বিভিন্ন মানুষের মধ্যে সুন্দর ও মজবুত সম্পর্ক তৈরির জন্যেও কাজ করে থাকেন।”

আরও বলেন, “আমরা সমাজের জন্যে কাজ করে যাচ্ছি। এবং সেই কাজ চালিয়ে যেতে চাই। সমাজে ভালো কাজ করার জন্যে রাজনীতিতে আসার প্রয়োজন হয় না।”

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

45m ago