জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচেই রোনালদোর গোল, অতঃপর...
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে অংশ নেননি সদ্য জুভেন্টাসে যোগ দেওয়া ক্রিস্তিয়ানো রোনালদো। তাই জুভেন্টাসের জুনিয়র দলের বিপক্ষে প্রীতি ম্যাচে ছিল সমর্থকদের তুমুল আগ্রহ। আর মাঠে নেমে মাত্র ৭ মিনিটেই গোল দিয়ে ভক্তদের প্রত্যাশা মিটিয়েছেন এ পর্তুগিজ তারকা। তবে অতি আগ্রহের কারণেই শেষ পর্যন্ত শেষ হতে পারেনি ম্যাচটি।
আগামী ১৮ আগস্ট চিয়েভোর বিপক্ষে মাঠে নেমে সিরিএ শুরু করবে জুভেন্টাস। মৌসুম শুরুর আগে গা গরম রাখতেই গতকাল রোববার তুরিনদের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে দলটি। আর তা দেখতে হাজারেরও বেশি ভক্ত সেখানে উপস্থিত ছিলেন।
জুনিয়র তুরিনদের বিপক্ষে এদিন সিনিয়ররা ম্যাচটা জিতে নিয়েছে ৫-০ গোলে। ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিনিয়ররা। ৮ মিনিটে গোল করেন রোনালদো। এছাড়া আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা করেন জোড়া গোল। গোল পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তাও। জয়টি হতে পারতো আরও বড়। কিন্তু নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই শেষ হয় ম্যাচটি।
এদিন ম্যাচের মূল আকর্ষণ ছিলেন রোনালদো। ম্যাচে শুধু মাত্র প্রথমার্ধে খেলেছেন তিনি। কিন্তু সব মিলিয়ে এ দর্শকদের চাপ সামলাতে বেশ কঠিন পরীক্ষাই দিতে হয়েছে পুলিশকে। বারবারই ছবি তুলতে মাঠে দর্শকরা ঢুকে যাওয়ায় বাধ্য হয়েই ৭২ মিনিটে ম্যাচ শেষ করে দেন রেফারি।
রাশিয়া বিশ্বকাপ চলাকালীন সময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখান রোনালদো। ১০০ মিলিয়ন পাউন্ডে রফাদফা হয় দুই ক্লাবের। এরপর রোনালদোর স্পন্সর নাইকির প্রোগ্রামে অংশ নিতে লম্বা সময় ছিলেন চীনে। তাই মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি রোনালদোর। রোববার প্রথম দিন দলের হয়ে মাঠে নামেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার।
Comments