শাকিব খানের নতুন প্রেম!

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে কলকাতার একজন নায়িকার প্রেমের খবর জানাচ্ছে ভারতের একাধিক গণমাধ্যম। প্রকাশিত সংবাদগুলোতে উল্লেখও করা হয়েছে সেই নায়িকার নাম।

Shakib Khan and Srabanti
অভিনেতা শাকিব খান ও শ্রাবন্তী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে কলকাতার একজন নায়িকার প্রেমের খবর জানাচ্ছে ভারতের একাধিক গণমাধ্যম। প্রকাশিত সংবাদগুলোতে উল্লেখও করা হয়েছে সেই নায়িকার নাম।

শাকিব খানের সঙ্গে শ্রাবন্তীর প্রেমের খবরটি সম্প্রতি প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম ‘জি নিউজ’। এছাড়াও, আনন্দবাজার পত্রিকায় শ্রাবন্তীকে নিয়ে একটি লেখাতেও প্রেমের সর্ম্পকের বিষয়টি উঠে এসেছে।

কলকাতার মুভিপাড়াতেও উড়ে বেড়াচ্ছে শাকিব খানের সঙ্গে শ্রবান্তীর নতুন সর্ম্পকের কথা। দুজনে একসঙ্গে যৌথ প্রযোজিত ‘শিকারী’ এবং ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করেছেন। দুটি ছবিই ব্যবসাসফল হয়েছে।

দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে আলাপচারিতায় শাকিব খান তাদের প্রেমের বিষয়টিকে “গুজব” বলে জানান। তবে তাদের মধ্যে “ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে”- এমন কথা স্বীকার করেন তিনি।

Comments

The Daily Star  | English

Tax collection falls short of IMF loan condition

government falls Tk 17,946 crore short of the revenue last fiscal year as one of IMF's $4.7 billion loan conditions

6h ago