এশিয়া কাপের প্রাথমিক দলে নেই তাসকিন

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

নতুন কোচ স্টিভ রোডসের চাওয়া মতই এশিয়া কাপের জন্যে ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। তাতে সম সাময়িক সময়ে জাতীয় দলে খেলা ও আশেপাশে থাকা সব ক্রিকেটারই জায়গা পেয়েছেন। চোটের কারণে প্রাথমিক দলে জায়গা পাননি তাসকিন আহমেদ। প্রথমবার জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন সৈয়দ খালেদ আহমদ, শরিফুল ইসলাম ও ফজলে রাব্বি মাহমুদ। 

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দলে থাকাদের মধ্য থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার আবুল হাসান রাজু ও পেসার ইয়াসিন আরাফাত। তাদের জায়গায় ওয়ানডে ফরম্যাটের প্রাথমিক দলে ডাক পেয়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ , ওপেনার ফজলে রাব্বি মাহমুদ ও পেসার শরিফুল ইসলাম।

এদের মধ্যে শরিফুল বয়সে একেবারেই নবীন। ১৮ বছর বয়সী এই পেসার গেল বিসিএলে দারুণ বোলিং করে নজরে আসেন। ২৫ বছর বয়সী পেসার সৈয়দ খালেদ আহমেদ ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দেখিয়ে আলোতে ছিলেন। 'এ' দলের হয়ে সুযোগ পেয়েও দেখিয়েছেন ঝলক। আর ৩০ বছর বয়সে ব্যাটসম্যান ফজলে রাব্বি ঘোরয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার। এবার 'এ' দলের হয়েও ভাল পারফরম্যান্স করে চলেছেন। ওপেনার হিসেবে খেললেও মিডল অর্ডারে মানিতে নিতেও পারদর্শী তিনি। 

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আগেই জানিয়েছিলেন, কোচ পাইপলাইনে থাকা ক্রিকেটারদের পরখ করতে চান। সেকারণেই প্রাথমিক দলে অন্তত ৩০ জনকে ডাকতে চেয়েছেন তারা। 

১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ সামনে রেখে ঈদের ছুটির পর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। 

এশিয়া কাপের জন্যে ৩১ জনের প্রাথমিক দল:  মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমদ, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ।

 

Comments

The Daily Star  | English

At least 30 killed as Air India plane with 242 on board crashes near Ahmedabad

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

3h ago