জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকীতে আজ (১৫ আগস্ট) তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী হাসিনা সকালে ধানমন্ডির ৩২ নং সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্বাধীনতার স্থপতির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
দিনটি জাতীয় শোক দিবস।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। সেসময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুসজ্জিত সদস্যরা রাষ্ট্রীয় সালাম দেন। সেসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
১৫ আগস্টে শাহাদতবরণকারী সবার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, আওয়ামী লীগ ও ১৪ দলের জ্যেষ্ঠ নেতা এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা সেসময় সেখানে উপস্থিত ছিলেন।
Comments