ইডেনের কোটা আন্দোলনের নেত্রী গ্রেপ্তার
কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ইডেন কলেজের এক ছাত্রীকে আজ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত লুতফুন নাহার লুমা কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য।
প্রথম আলোর খবরে বলা হয়, সিরাজগঞ্জে লুমা তার দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ ভোর সাড়ে ৪টার দিকে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল তাকে গ্রেপ্তার করে। তিনি ইডেন কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, ঢাকার রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলায় লুমাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামের এক ছাত্রীকে তুলে নিয়ে যায় ডিবি। তিনিও কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছিলেন। পরে চার ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
ডিবি’র উপ-কমিশনার মির মুদাসসের হোসেন গতরাতে দ্য ডেইলি স্টারকে বলেন, কোটা সংস্কারসহ সাম্প্রতিক ইস্যুতে ফেসবুকে ‘রাজনৈতিক স্ট্যাটাস’ দিয়েছিলেন তিনি। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। ফেসবুকে গতিবিধি পরীক্ষা করে তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
Comments