এবার মোহাম্মদ সালাহকে চায় রিয়াল মাদ্রিদ

salah

ক্রিস্তিয়ানো রোনালদো দল ছেড়েছেন এক মাসের বেশি হলো। অথচ এখনও তার জায়গায় মানসম্পন্ন কাউকে নিতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নেইমার, কিলিয়ান এমবাপে, এডেন হ্যাজার্ডকে চেয়েও ব্যর্থ দলটি এবার চোখ দিয়েছে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর দিকে। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম ডনব্যালন।

রোমা ছেড়ে লিভারপুলে নাম লেখানোর পর থেকেই অবিশ্বাস্য ফর্মে আছেন সালাহ। গত মৌসুমে ক্লাবের হয়ে ৪৪টি গোল করেছেন এ মিশরীয়। কিন্তু ডনব্যালনের দাবি তারপরও সালাহর সঙ্গে শীতল সম্পর্ক বিরাজ করছে কোচ ইয়র্গেন ক্লপের। আর এর ফায়দা তুলে নিতে চাইছে রিয়াল। খুব শিগগীরই সালাহকে কেনার জন্য অফার দেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

এদিকে কিছুটা ঝামেলার মাঝে আছেন সালাহ। দুদিন আগে গাড়ি চালানোর সময়ে মোবাইল ফোন চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। পুলিশ এ বিষয়ে তদন্তও করছে। স্প্যানিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে লিভারপুল থেকে এ বিষয়ে তেমন সাহায্য পাচ্ছেন না সালাহ। সব মিলিয়ে দলের প্রতি অসন্তুষ্ট এ স্ট্রাইকার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সালাহ প্রসঙ্গে আলোচনা হয়েছে রিয়াল কোচ জুলেন লোপেতেগি ও প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। চলতি গ্রীষ্মের দলবদলে খেলোয়াড় কিনতে ৩৩০ মিলিয়ন ইউরো বাজেট পাচ্ছেন লোপেতেগি। তার মধ্যে লিভারপুল তারকাকে কিনতে ২০০ মিলিয়ন ইউরোর খরচ করবে দলটি।

এর মধ্যেই চলতি মৌসুমে লিভারপুলের হয়ে মাঠে নেমেছেন সালাহ। গোলও করেছেন ইংলিশ লিগের প্রথম ম্যাচে। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে প্রথম গোলটি করেছেন এ মিশরীয় তারকা।

 

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago