শাকিব খানের ১২ ছবি, ১টির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
আসছে ঈদুল আজহায় ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানে প্রতিদিন দুটি করে সিনেমা প্রচার করবে এটিএন বাংলা। প্রতিদিন সকাল সাড়ে ১০টা এবং দুপুর ৩টায় প্রচারিত হবে সিনেমা দুটি।
অনুষ্ঠানের মধ্যে অন্যতম মূল আকর্ষণ হলো শাকিব খান ও বুবলী অভিনীত ‘বসগিরি’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। প্রিমিয়ারটি অনুষ্ঠিত হবে ঈদের পরদিন দুপুর ৩টায়।
শামীম আহমেদ রনী পরিচালিত ‘বসগিরি’-সহ ঈদে শাকিব খান অভিনীত ১২টি ছবি প্রচারিত হবে এটিএন বাংলায়। এছাড়াও, ঈদে যে সিনেমাগুলো প্রচার করা হবে সেই তালিকায় রয়েছে- ‘লাভার নাম্বার ওয়ান’, ‘জান কোরবান’, ‘ঢাকা অ্যাটাক’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘কাবিননামা’, ‘তোমাকে বউ বানানো’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’।
তালিকায় আরও রয়েছে, ‘মা আমার স্বর্গ’, ‘মাটির ঠিকানা’, ‘জান আমার জান’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ এবং ‘সোনাবন্ধু’ শিরোনামের সিনেমাগুলো।
Comments