ম্যাকেঞ্জিকে নিয়ে রোমাঞ্চিত তামিম

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে নিয়ে রীতিমতো রোমাঞ্চিত তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সফরে অল্প কদিনের অভিজ্ঞতা থেকেই তামিম জানালেন এই কোচ বাংলাদেশকে অনেক কিছু দিতে যাচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের মাঝে দলে যোগ দেন ম্যাকেঞ্জি। ক্যারিবিয়ানদের সঙ্গে টেস্ট সিরিজে নাজেহাল বাংলাদেশ জিতেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। দুই সিরিজেই দলের সেরা ব্যাটসম্যান ছিলেন তামিম ইকবাল।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন শেষে ম্যাকেঞ্জিকে নিয়ে নিজের উচ্চাশা জানান তামিম, ‘আমার কাছে মনে হয় তার বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দেয়ার আছে। যতদিন ওর সাথে কাজ করেছি আমার মনে হয় হয়েছে সে দারুণ একজন কোচ। সে যেভাবে ব্যাটিং নিয়ে চিন্তা করে, আমার কাছে মনে হয় আমাদের অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে।’
ম্যাকেঞ্জির সঙ্গে অল্প বিস্তর কাজ শুরু করেছেন, তাতেই মুগ্ধতা তামিমের কণ্ঠে। ব্যাটিং টেকনিক আরও শানাতে এই কোচের কাছ থেকে আরও শেখার জন্য মুখিয়ে আছেন সব ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক, ‘আমি ব্যক্তিগত ভাবে রোমাঞ্চিত ওর সঙ্গে কাজ করার জন্য। সে আমাকে যেসব কথা বলেছে তা আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই ভালো লেগেছে। আমি ওর কথা গুলো শুনে নিজেকে আরও শানিত করতে পারি তাহলে, আমার মনে হয় আমি আরও ৫-১০% আরও উন্নতি করতে পারব। ’
‘ওই উন্নতি করার জায়গাটা আছে। আশা করি ওর সাথে কাজ করে অনেক কিছু নিতে পারব এবং অন্যরাও একই রকম ভাবে চিন্তা করবে।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই বাংলাদেশের ব্যাটিং কোচের পদ খালি ছিল। এই সময়ে ব্যাটিং নিয়েও বেশ ভুগেছে বাংলাদেশ। বিশেষ করে দীর্ঘ পরিসরের ক্রিকেটে বারবার ব্যাটিং ধস, টি-টোয়েন্টিতে জড়তা কাটাতে না পারার সমস্যা রয়েই গিয়েছিল।
দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার ম্যাকেঞ্জির সঙ্গে বাংলাদেশের চুক্তি আগামী বিশ্বকাপ পর্যন্ত। এই সময়ে সব ফরম্যাটেই ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ দল।
Comments