ভক্তরা যা শুনতে চেয়েছিলেন, তাই বললেন মেসি
বোকা জুনিয়র্সকে ৩-০ গোলে হারিয়ে গাম্পের ট্রফি জিতে নিয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। তবে এ শিরোপা জয়ে ঠিক যত না খুশি হয়েছে ভক্তরা, তার চেয়েও অনেক বেশি হয়েছে ম্যাচ শুরুর আগে মেসির বক্তব্য শুনে। মৌসুমের শুরুতে বেশ কিছু অঙ্গীকার করেছেন বার্সেলোনার নতুন অধিনায়ক।
বুধবার রাতে কার্লোস তেভেজের বোকা জুনিয়র্সের বিপক্ষে ম্যাচটি সহজেই জিতে নেয় মেসির বার্সেলোনা। দুই ব্রাজিলিয়ান রাফিনহা ও ম্যালকমের পাশাপাশি গোল করেছেন মেসিও। ম্যাচ শুরুর আগে পরিচয় করিয়ে দেওয়া হয় বার্সার নতুন অধিনায়কের সঙ্গে। আর তখনই মাইক্রোফোন হাতে তুলে দেওয়া হয় মেসির হাতে।
আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার মেসি বলেন, ‘আমার জন্য (বার্সেলোনার) অধিনায়ক হওয়া অনেক বড় সম্মানের। আমি জানি এর মূল্য কি। আমার ভাগ্য ভালো বেশ কিছু মহান পূর্বসূরি পেয়েছিলেন যেমন (কার্লোস) পুয়েল, জাভি (হার্নান্দেজ) এবং সব শেষে অসাধারণ আন্দ্রেস ইনিয়েস্তা। আমরা তাদের অনেক মিস করি।’
‘আমাদের যে দল আছে তা নিয়ে আমরা রোমাঞ্চিত হতে পারি। যারা নতুন এসেছে তারা আমাদের সাহায্য করতে পারে। গত মৌসুমটা কোপা দেল রে ও লা লিগার শিরোপা দিয়ে ভালোই কেটেছে। তবে এটা সত্যি আমাদের স্মরণ রাখতে হবে কি ঘটেছিল, চ্যাম্পিয়ন্স লিগে কিভাবে আমরা বাদ পড়েছিলাম। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনার জন্য আমরা যা করা যায় সব করব।’ – যোগ করে বলেন মেসি।
২০১৪-১৫ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা। এর পরে টানা তিন আসরে এ শিরোপা জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
Comments