৩ দিনের রিমান্ডে কোটা আন্দোলনের নেত্রী লুমা
কোটা সংস্কার আন্দোলনের নেত্রী ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুর নাহার লুমাকে তিনদিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। সম্প্রতি, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম আজ (১৬ আগস্ট) লুমার রিমান্ড আদেশ দেন।
তবে লুমাকে নারী পুলিশের সামনে জিজ্ঞাসাবাদের জন্যে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও, লুমার জামিন আবেদন নাকচ করে দেন আদালত।
এর আগে তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেপ্তারকৃত কলেজ ছাত্রী লুমাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম।
রমনা থানায় দায়ের করা মামলায় পুলিশ গতকাল (১৫ আগস্ট) ভোর রাতে সিরাজগঞ্জ থেকে লুমাকে গ্রেপ্তার করে।
ডিএমপির সাইবার ক্রাইম মনিটরিং টিমের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, লুমার গ্রেপ্তারের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের কোনো সংযোগ নেই। কিন্তু, শিক্ষার্থীদের আন্দোরনের সময় সংঘাত উসকে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। এতে ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে দুজন শিক্ষার্থীর মৃত্যুর পর তাদের সহপাঠীরা এর প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করলে তা পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়ে।
এরপর, আন্দোলন দমন করতে সরকার সারাদেশে আটক ও আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে বিশিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করে।
Comments