ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশের মেয়েদের স্বপ্ন যাত্রা। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শিরোপা ধরে রাখার মিশনে শনিবার ভারতের মুখোমুখি হবে দলটি।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১৪-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচে নেপালকে হারায় ৩-০ গোলে। সে ধারা ধরে রেখে এদিনও দাপুটে জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।
ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা।১৮ মিনিটে প্রথম গোল পায় দলটি শর্ট কর্নার থেকে তৈরি হওয়া জটলা ঠিকভাবে পরিষ্কার করতে পারেনি ভুটানি ডিফেন্ডাররা। বল পান আনাই মোগিনি। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া দূরপাল্লার দুর্দান্ত এক শটে বল জালে জড়ান তিনি।
৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশের মেয়েরা। এবারও দূরপাল্লার শট। ডি বক্সের ঠিক বাইরে থেকে আনুচিং মোগিনির লব জালে জড়ায়। ৪৩ মিনিটে ভুটান গোলরক্ষকের ভুলে তৃতীয় গোল পায় বাংলাদেশ। গোলরক্ষকের হাত ফসকে বল পেয়ে যান সাজেদা খাতুন। তার বাড়ানো পাস থেকে বল জালে জড়াতে কোন ভুল করেননি তহুরা খাতুন।
৬৯ মিনিটে দুর্দান্ত এক গোল করেন অধিনায়ক মারিয়া মান্ডা। মাঝ মাঠ থেকে বল নিয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন এ মিডফিল্ডার।৮৫ মিনিটে দলের শেষ গোলটি করেন শাহেদা আক্তার রিপা। ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড। ফলে ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
Comments