এবার ‘এ’ দলকে গুঁড়িয়ে সমতায় ফিরল আইরিশরা
বৃষ্টি বাগড়ায় আগের দিন বল মাঠেই গড়াতে পারেনি। দ্বিতীয় টি-টোয়েন্টির রিজার্ভ ডেতেও ছিল বৃষ্টি বিড়ম্বনা। তবে তাতে ফল বের হতে সমস্যা হয়নি। আইরিশদের কাছে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল।
ডাবলিনে আনঅফিসিয়াল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ডি/এল মেথডে আইরিশদের কাছে সৌম্য সরকারদের হারের ব্যবধান ৫১ রানের। আয়ারল্যান্ডের করা ৬ উইকেটে ২০২ রানের জবাবে ১৫ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ১০৪ রান করার পরই বৃষ্টি নামে। আর খেলা না হলেও ডি/এল মেথডের হিসাবে অনেকটাই এগিয়ে ছিল আইরিশরা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথমটি জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয়টি জিতে তাই সিরিজে সমতা আনল স্বাগতিকরা। শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচে নামবে দুদল।
এদিন টস জিতেছিল বাংলাদেশই। তবে জাতীয় দলের তারকা স্টুয়ার্ট থমসন, উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ও’ব্রায়েনদের ঝড়ে বিশাল সংগ্রহ দাড় করায় আইরিশরা। থমসন ৪৭, পোর্টারফিল্ড ৪৫ ও কেভিন মাত্র ১৩ বলে ৩০ রান করেন।
জবাবে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ। বিশাল লক্ষ্যে ইনিংস ওপেন করতে নেমেছিলেন সৌম্য সরকার (১১) ও মুমিনুল হক (১৪)। ২৬ রানের মধ্যে এই দুজন ও ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত (০) ফিরে যান। উইকেট পতনের ধারা থামেনি। ৫০ রানের আগেই ৫ ব্যাটসম্যান ফিরে যান। ৬২ রানে ৭ উইকেট খুইয়ে শঙ্কা জাগে ১০০ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার।
অষ্টম উইকেটে জুটি গড়ে দলকে বিব্রতকর পরিস্থিতির হাত থেকে বাঁচান মোহাম্মদ সাইফুদ্দিন ও নাঈম হাসান। বৃষ্টি নামার আগে সাইফুদ্দিন ১৫ ও নাঈম ২৫ রানে অপরাজিত ছিলেন।
Comments