কফি আনান মারা গেছেন

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
রয়টার্স ফাইল ছবি

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

কফি আনান ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, ‘অল্প কিছুদিন রোগে ভোগার পর শনিবার তিনি প্রয়াত হন।’

কফি আনান আফ্রিকানদের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে জাতিসংঘের শীর্ষ পদে থেকে দায়িত্ব পালনকারী। ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব সামলেছেন তিনি।

পরবর্তীতে সিরিয়া সংকটের সমাধান খুঁজতে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করেছেন তিনি।

তার সম্পর্কে কফি আনান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘বিশ্বকে ন্যায্যতাভিত্তিক ও শান্তিপূর্ণ করতে সারা জীবন প্রচেষ্টা চালিয়েছেন আন্তর্জাতিকতাবাদী এই কূটনীতিক। বিশ্বের সর্বত্রই পীড়িত মানুষের কাছে আত্মত্যাগ ও গভীর সমবেদনা নিয়ে ছুটে বেড়িয়েছেন কফি আনান।’

কফি আনান জাতিসংঘের মহাসচিব থাকাকালে সাদ্দাম হোসেনকে উৎখাতে ইরাকে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র।

Comments