আর্সেনালকে হারাল চেলসি
২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্সেন ওয়েঙ্গারের জায়গায় কোচ হিসেবে উনাই এমেরিকে এনেছে আর্সেনাল। তবে কোচ বদল হলেও ভাগ্য বদল হয়নি তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে দলটি। চেলসির কাছে ৩-২ গোলে হেরেছে তারা।
অবশ্য ভাগ্যকে কিছুটা দুষতে পারেই আর্সেনাল। মৌসুমের প্রথম দুটি ম্যাচ হলো দুটি জায়ান্ট দলের বিপক্ষে। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলার পরের ম্যাচেই তারা মুখোমুখি হলো চেলসির। ২০ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল আর্সেনাল। তবে শেষ রক্ষা করতে পারেনি দলটি।
ম্যাচের ৯ মিনিটেই পেদ্রো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় চেলসি। মার্কোস আলনসোর আড়াআড়ি ক্রস থেকে আলতো টোকায় বল জালে জড়ান এ স্প্যানিশ। ২০ মিনিটে নিজেদের অর্ধ থেকে উড়ে আসা বল দারুণভাবে নিয়ন্ত্রণ করে এক ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন আরেক স্প্যানিশ তারকা আলভেরো মোরাতা।
৩৭ মিনিটে গোল পায় আর্সেনাল। আলেক্স আইবির ক্রস থেকে দূরপাল্লার দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন হেনরিখ এমখিতার্যান। চার মিনিট পর সমতায় ফেরে আর্সেনাল। এবার এমখিতার্যানের ক্রস থেকে লক্ষ্যভেদ করেন আইবি। ফলে ২-২ গোলের সমতায় বিরতিতে যায় দলদুটি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে কাজের কাজটি করতে পারে চেলসি। ৮০ মিনিটে গোল পায় তারা। এডেন হ্যাজার্ডের ক্রস থেকে বুদ্ধিদীপ্ত এক শটে বল জালে জড়ান আলনসো। ফলে ৩-২ গোলে এগিয়ে থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
দিনের অপর ম্যাচে সহজ জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পারও। ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে এভারটন ও লেস্টার সিটিও।
Comments