হকিতে ওমানকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের
আগের দিনই ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। তার একদিন পর দেশকে এবার দারুণ উপহার দিল বাংলাদেশ জাতীয় হকি দল। ওমানকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে শুভসূচনা করেছে ইমান গোবিনাথন কৃষ্ণমুর্তির শিষ্যরা।
অনেকদিন থেকেই ওমানের কাছে ধরাশায়ী হচ্ছিল বাংলাদেশ। এশিয়ান গেমসের বাছাই পর্বে এই ওমানের কাছে ২-০ গোলে হেরেই রানার্স আপ হয়েছিল তারা। এবার সেই ওমানকে মূল পর্বের ম্যাচে হারিয়ে দিয়েছে দলটি। বাংলাদেশের হয়ে গোল পেয়েছেন আরশাদ হোসেন ও আশরাফুল ইসলাম।
সোমবার জাকার্তার জিবিকে স্টেডিয়ামে ‘বি’ পুলের ম্যাচের প্রথম কোয়ার্টারের ১৪ মিনিটে আরশাদের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টার একটি করে গোল করে দুই দলই। ২৩ মিনিটে জুমা সেলিমের গোলে সমতায় ফেরে ওমান। পাঁচ মিনিটে পর পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে নেন আশরাফুল। ফলে ২-১ গোলে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা।
এর পরের দুই কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে জয়ের সন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ে অন্তত ষষ্ঠ হওয়ার সম্ভাবনা বেঁচে থাকলো আশরাফুল-আরশাদদের। আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
Comments