জামিন হলো না নওশাবার

গুজব ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে আটক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের জামিন নাকচ করে দিয়েছেন আদালত। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
nawshaba
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবি: ফাইল ফটো

গুজব ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে আটক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের জামিন নাকচ করে দিয়েছেন আদালত। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী এএইচ ইমরুল কাওসার অভিনেত্রী নওশাবার জামিন আবেদন করলে তা খারিজ করে দিয়ে মহানগর হাকিম মাহমুদা আখতার আজ (২০ আগস্ট) এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক রফিকুল ইসলাম অভিনেত্রী নওশাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে আদালতে নিয়ে আসেন। তিনি অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

নওশাবাকে দুই দফায় রিমান্ডে নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে গত ১৩ আগস্ট তাকে ঢামেকের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

আজ দুই পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে নওশাবাকে গত ৪ আগস্ট উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, নওশাবা জনমনে বিভ্রান্তি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে গুজব ছড়াচ্ছিলেন।

Comments