রাশেদসহ কোটা আন্দোলনের ২৯ শিক্ষার্থীর জামিন

quota demo du
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: ফাইল ফটো

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা রাশেদ খানসহ আরও আটজনকে জামিন দেওয়া হয়েছে। ভাঙচুর, পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে তিনটি থানায় মামলায় তারা গ্রেপ্তার ছিলেন।এর ফলে বিভিন্ন মামলায় আটক কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত মোট ২৯ শিক্ষার্থী জামিন পেলেন।

মহানগর হাকিম মোহাম্মদ সরফুজ্জামান আনসারি আজ (২০ আগস্ট) এই আদেশ দেন।

জামিন পাওয়া কোটা সংস্কার আন্দোলনের নেতারা হলেন: আতিকুর রহমান, তরিকুল ইসলাম, ফারুক হোসেন, শাখাওয়াত হোসেন রনি ওরফে রাতুল, মশিউর রহমান, জসিম উদ্দিন আকাশ এবং সোহেল আহমেদ। 

এর আগে ঢাকার একটি আদালত কোটা সংস্কার আন্দোলনের ২১ শিক্ষার্থীকে জামিন দেন। তাদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার অভিযোগে অভিযুক্ত। শাহবাগ থানায় করা পুলিশের মামলায় তারা গ্রেপ্তার ছিলেন। 

শিক্ষার্থীদের আইনজীবীদের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে মহানগর মুখ্য হাকিম মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এই জামিন আদেশ দেন।

উল্লেখ্য, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে গত ফেব্রুয়ারিতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও চাকরিপ্রার্থীরা সরকারি চাকরিকে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে।

সেই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়লে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে সব কোটা বিলুপ্তির ঘোষণা দেন।

কিন্তু, কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীরা ১৪ মে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করে।

এরপর, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ ও আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের গ্রেপ্তারের ফলে কোটা সংস্কার আন্দোলন স্তিমিত হয়ে পড়ে।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago