উয়েফা বর্ষসেরার সেরার সংক্ষিপ্ত তালিকায় রোনালদো আছেন, মেসি নেই
উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও মোহামেদ সালাহ। তবে জায়গা হয়নি বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির।
সোমবার এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে উয়েফা। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে অংশ নেওয়া ৮০ ক্লাবের কোচ ও ৫৫ জন সাংবাদিকের ভোটে সেরা তিন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে।
আগের দুই বছর উয়েফার বর্ষসেরা এই পুরষ্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদ ছেড়ে বর্তমানে জুভেন্টাসে পাড়ি জমানো রোনালদো। এই মৌসুমও দারুণ কেটেছে সিআরসেভেনের।
চলতি বছর রিয়াল মাদ্রিদের হয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতেন রোনালদো ও মদ্রিচ। ১৬ গোল করে টানা ষষ্ঠবারের মতো এই আসরের সর্বোচ্চ গোলদাতাও হন পর্তুগিজ ফরোয়ার্ড। রোনালদো আর মদ্রিচের তালিকায় থাকা তাই অনুমিতই ছিল।
রোনালদোর এক সময়ের সতীর্থ মদ্রিচ রিয়াল মাদ্রিদের হয়ে সেরা নৈপুণ্যের পর বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন। প্রথমবারের মতো ফাইনালে নিয়ে যান ক্রোয়েশিয়াকে। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ মৌসুমে লিভারপুলের হয়ে আলো ছড়ান মিশরিয় তারকা মোহেমেদ সালাহ। অল রেডসদের হয়ে করেন ৪৪ গোল।
৩০ অগাস্ট চ্যাম্পিয়ন্স লিগের আগামী আসরের ড্র অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের হাতে পুরষ্কার তুলে দেবে উয়েফা।
Comments