পদত্যাগ করলেন পিসিবি প্রধান নাজাম শেঠি

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক ক্রিকেটার ইমরান খান শপথ নেওয়ার পরই পদত্যাগ করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।
najam sethi
ছবি: এএফপি (ফাইল)

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক ক্রিকেটার ইমরান খান শপথ নেওয়ার পরই পদত্যাগ করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।

টুইটারে পদত্যাগের কথা জানান নাজাম নিজেই। পদত্যাগের সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন, অপেক্ষায় ছিলেন ইমরানের শপথের। এমনটাই জানিয়েছেন নাজাম, ‘ পদত্যাগ পত্র জমা দেওয়ার আগে নতুন প্রধানমন্ত্রীর শপথের অপেক্ষায় ছিলাম। আমি আশা করি আমাদের ক্রিকেটের ভালোর জন্য সেরাটা করে যাবে পিসিবি। সবাইকে ঈদ মোবারক। পাকিস্তান জিন্দাবাদ।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজামের সঙ্গে নতুন  প্রধানমন্ত্রী ইমরানের বিস্তর মতপার্থক্য  ছিল। তাই তার পদত্যাগের ঘটনা ঘটবে এমনটাই ধারনা করে আসছিল দেশটির গণমাধ্যম।

 

Comments

The Daily Star  | English
Donald Lu to visit Dhaka

Donald Lu arrives in Dhaka

This is the first visit by any US delegation to Dhaka since the interim government, led by Prof Muhammad Yunus, took charge after the fall of the AL government

58m ago