হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত তীব্র যানজট
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত তীব্র যানজটে নাকাল হয়েছেন বাড়ি ফেরা হাজারো মানুষ। ঈদের আগের দিন আজ মঙ্গলবার সকাল থেকেই রাস্তাটিতে এই পরিস্থিতি ছিল।
দ্য ডেইলি স্টারের সাভার প্রতিনিধি জানান, মানিকগঞ্জগামী রাস্তাটিতে সকাল থেকে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে জিরানি থেকে নবীনগর পর্যন্ত ধীর গতিতে চলছিল যানবাহন। মহাসড়কে ঢাকা অভিমুখে লেনেও ৮-১০ কিলোমিটার যানজট লেগে ছিল। আজ সকাল ৬টা থেকে এই পরিস্থিতি সেখানে।
দুপুর আড়াইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জায়গায় যানজট ছিল।
সাভারের ট্রাফিক পরিদর্শক আবুল হোসেন বলেন, সকাল থেকেই আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এমনটা হয়েছে বলে তার দাবি।
আর যাত্রীদের অভিযোগ, অন্য সময়ের তুলনায় তাদের কাছে তিন থেকে চার গুণ পর্যন্ত বেশি ভাড়া দাবি করা হচ্ছে।
Comments