উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমার মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন।
ঈদ-উল-আযহা উপলক্ষে এবার রাজধানীতে ৪০৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এসব ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ রাষ্ট্রপতির সাথে ঈদ জামাতে অংশ নেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত হয় সকাল ৭টায়। এর পরপর ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় আরও চারটি জামাত হয়। ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদও পৃথক বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বরাবরের মতো কর্মস্থল ছড়ে মানুষ তাদের নিজের বাড়িতে ফিরে গেছেন। ফলে ঢাকার রাস্তা এখন অনেকটাই ফাঁকা। ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকেই তিন দিনের সরকারি ছুটি শুরু হয়েছে।
আজ দেশের সব কারাগার, সরকারি হাসপাতাল, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, শিশুসদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, দুস্থ কল্যাণ কেন্দ্র এবং শিশু ও মাতৃসদনগুলোয় উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে।
প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এটি শোলাকিয়ার ১৯১তম ঈদুল আজহার জামাত ছিল।
Comments