চারপাশ পরিষ্কার রাখতে মাশরাফির অনুরোধ
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রত্যেকের চারপাশ পরিষ্কার রাখার অনুরোধ জানিয়েছেন। স্বজনদের সঙ্গে আনন্দ উৎসব কাটিয়ে সবাই যেন নিরাপদে কাজে ফিরতে পারেন, সেই আশাবাদও জানান তিনি।
খেলা না থাকলে মাশরাফি ঈদ করেন গ্রামের বাড়ি নড়াইলেই। এবারও ব্যতিক্রম হয়নি। বুধবার নড়াইলে ঈদগাহ মাঠে ছেলে ও ভাইকে নিয়ে নামাজ আদায় করেন মাশরাফি। তারপর বাড়ি ফিরে মাশরাফি ভক্তদের জানিয়েছেন ঈদ শুভেচ্ছা, ‘ঈদের শুভেচ্ছা । ঈদের দিনটি সুন্দর আনন্দময় হোক। পরিবারের সবার সাথে ঈদের আনন্দে মেতে থাকুন সবাই, শুভেচ্ছা রইলো। ’
এই ঈদে পশু কোরবানী হওয়ায় রাস্তায় ছড়িয়ে থাকে ময়লা আবর্জনা। কোরবানির পর প্রত্যেকে নিজ দায়িত্বে এসব আবর্জনা যেন সরিয়ে ফেলেন সেই অনুরোধ করেছেন মাশরাফি, ‘একটু মনে রাখবেন, আশেপাশের পরিবেশের দিকে।আমরা নিজেরা যাতে আমাদের সাধ্য মতো পরিষ্কার করে ফেলি কোরবানীর পর।’
ঈদের সময়গুলোতে যাত্রাপথে দেশের বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনার খবর পাওয়া যেন হরহামেশা ব্যাপার। তাই দুর্ঘটনা এড়িয়ে সুস্থভাবে সবার কর্মস্থলে ফেরার প্রত্যাশা ওয়ানডে অধিনায়কের, ‘যারা প্রিয়জনের সাথে ঈদের ছুটিতে দেশের বাড়িতে এসেছেন, খুব সাবধানে আবার কর্মস্থলে ফিরে আসেন এবং দুর্ঘটনা থেকে বিরত থাকবেন! আমার এবং আমার পরিবারের জন্যে দোয়া করবেন সবাই।’
Comments