ইউরোপের সেরা একাদশ বার্সেলোনা

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঐতিহ্যের দিকেও তারা অনেক এগিয়ে। কিন্তু ২০১৮-১৯ মৌসুমের সেরা দলের স্বীকৃতিতে পিছিয়ে পড়েছে দলটি। তাও আবার জরীপটি করেছে মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম মার্কা। তাদের এক অনলাইন মতামতের জরীপে ৪০ শতাংশ ভোট পেয়ে ইউরোপের সেরা একাদশ নির্বাচিত হয়েছে মেসি-সুয়ারেজ-কৌতিনহোদের দল।

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঐতিহ্যের দিকেও তারা অনেক এগিয়ে। কিন্তু ২০১৮-১৯ মৌসুমের সেরা দলের স্বীকৃতিতে পিছিয়ে পড়েছে দলটি। তাও আবার জরীপটি করেছে মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম মার্কা। তাদের এক অনলাইন মতামতের জরীপে ৪০ শতাংশ ভোট পেয়ে ইউরোপের সেরা একাদশ নির্বাচিত হয়েছে মেসি-সুয়ারেজ-কৌতিনহোদের দল।

গত আসরেও ইউরোপের সেরা একাদশ নির্বাচনে দর্শকদের ভোটে ঢের এগিয়েছিল রিয়াল। তবে চলতি বছরে ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ার পর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দলটি। মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয় দলটি। তাই দেখেই হয়তো ভক্তরা আস্থা হারিয়েছে রিয়াল ভক্তরা।

টানা তিন বছর ধরেই চ্যাম্পিয়ন্স লিগ নিজেদের করে নিয়েছে রিয়াল। চলতি আসরে কারা এবার এ শিরোপা জিততে পারে এমন মতামত চেয়ে একটি জরীপের আয়োজন করে মার্কা। তাতে ৯১,০৯৯ ভোটের ৪০ শতাংশ ভক্ত সমর্থন দিয়েছেন বার্সেলোনার পক্ষে। পাঠকদের মতে আরতুরো ভিদাল, আর্থার মেলো, ক্লেমেন্ট লিংলে ও ম্যালকমকে দলে টানায় বার্সেলোনা আগের আরও ভারসাম্যপূর্ণ হয়েছে।

তবে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল। রোনালদোহীন দলটি ভোট পেয়েছে ২২ শতাংশ। তৃতীয় স্থানে আছে স্পেনেরই আরেক দল অ্যাতলেটিকো মাদ্রিদ। মৌসুমের শুরুতেই উয়েফা সুপার কাপ জিতে নেওয়া দলটি পেয়েছে ১১ শতাংশ ভোট। আর রোনালদোর জুভেন্টাস ৮ শতাংশ ভোট পেয়ে আছে চতুর্থ অবস্থানে। জুভেন্টাসের সমান ৮ শতাংশ ভোট পেয়েছে নেইমার, এমবাপে, বুফোন, কাভানিদের দল পিএসজি।

গত আসরে রেকর্ড গড়ে ইংলিশ লিগ জয়ী ম্যানচেস্টার সিটি পেয়েছে ৬ শতাংশ ভোট। গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট লিভারপুল ভোট পেয়েছে মাত্র ৪ শতাংশ। আর বিস্ময়করভাবে ইউরোপের অন্যতম পরাশক্তি জার্মান দল বায়ার্ন মিউনিখ পেয়েছে মাত্র ১ শতাংশ ভোট।

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

9h ago