উত্তর কোরিয়ায় থামল বাংলাদেশের স্বপ্নযাত্রা
কাতারের বিপক্ষে ঐতিহাসিক এক জয়ে স্বপ্নের পরিধিটা বাড়িয়েছিল বাংলাদেশের যুবারা। তবে দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়েছে তাদের স্বপ্নযাত্রা। শক্তিশালী উত্তর কোরিয়ার সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি দলটি। এশিয়ান গেমস ফুটবল ইভেন্টে উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেই বাড়ির পথ ধরতে হচ্ছে জেমি ডের শিষ্যদের।
উত্তর কোরিয়ার সঙ্গে পেরে উঠবে না বাংলাদেশ এটা প্রায় অনুমিতই ছিল। র্যাংকিং ও সাম্প্রতিক ইতিহাস দুই–ই ছিল কোরিয়ার পক্ষে। শেষ দুটি লড়াইতেই বাংলাদেশ হেরেছিল ১-৫ গোলের বড় ব্যবধানে। সে তুলনায় শুক্রবার হারের ব্যবধান কমাতে পেরেছে দলটি। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে বেশ গোছানো ফুটবল খেলে জামাল ভুঁইয়ার দল।
ইন্দোনেশিয়ার সিকারাংয়ের ওয়াইবাওয়া মুকতি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে উত্তর কোরিয়া। গোল আদায় করে নিতেও খুব বেশি সময় লাগেনি দলটির। ১৩ মিনিটেই এগিয়ে যায় তারা। ডি বক্সের ভিতরে বাংলাদেশি খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তা থেকে গোল করে নিতে কোন ভুল করেননি কিম ইউ সং।
৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারতো কোরিয়া। কিম ইয়ংয়ের শট ফিরে আসে ক্রসবারে লেগে। তবে ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন হান ইয়ং থেন। ফলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর ছিল ভিন্ন বাংলাদেশ। গোল শোধ করতে মরিয়া হয়েই নেমেছিল তারা। এ অর্ধে বেশ কিছু সুযোগ তৈরিও করেছিল। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়েছে তাদের সংঘবদ্ধ আক্রমণগুলো। উল্টো ৬৯ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট উত্তর কোরিয়া। টুটুল হোসেন বাদশাকে সহজেই বোকা বানিয়ে গোলমুখে পাস দেন কোরিয়ার সো জং। আর তা থেকে লক্ষ্যভেদ করেন ক্যাং কুক চুল।
তবে তাতেও থেমে যায়নি বাংলাদেশের যুবারা। ম্যাচের শেষ সময়ে একটি গোল দিয়ে ব্যবধান কমাতে পেরেছে দলটি। ম্যাচের যোগ করা সময়ে কোরিয়ান গোলরক্ষক ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় জটলায় বল পেয়ে যান সাদ উদ্দিন। তা থেকে বল জালে জড়িয়ে ব্যবধান কমান তিনি।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ০-৩ গোলে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ১-১ গোলে ড্র করে থাইল্যান্ডের বিপক্ষে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঐতিহাসিক এক জয় পায় বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারকে ১-০ গোলে হারিয়ে জায়গা করে দ্বিতীয় রাউন্ডে উঠে জামাল ভুঁইয়ারা।
Comments