কুমিল্লায় ২ বাস খাদে পড়ে নিহত ২

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্যামলী পরিবহনের চট্টগ্রামগামী দুটি বাস খাদে পড়ে দুই জন নিহত ও মোট ৩০ জন আহত হয়েছেন। দুটি বাসই আজ ভোর সাড়ে ৪টায় দাউদকান্দি উপজেলায় দুর্ঘটনায় পড়ে।
এর মধ্যে দিনাজপুর থেকে ছেড়ে আসা বাসটি জিংলাতলা এলাকায় দুর্ঘটনায় দুজন নিহত, ২০ জন আহত ও রংপুর থেকে ছেড়ে আসা বাসটি রায়পুরে খাদে পড়ে আহত হন ১০ জন। দুই ক্ষেত্রেই চালক বাসের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ বলেছে দুজনই পুরুষ যাত্রী।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে প্রথমে সড়কের পাশের একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। পরে সেটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান ও ২০ জন আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রায়পুরে অপর দুর্ঘটনায় রংপুরের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি খাদে পড়ে যায়। এতে আহত হন ১০ জন।
Comments