রোনালদো গোল না পেলেও জয় পেয়েছে জুভেন্টাস
সিরিএ’তে চলতি মৌসুমে দ্বিতীয় ম্যাচ খেলল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। দলের হয়ে দুটি ম্যাচেই মাঠে নেমেছেন হালের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এখনও জালের ঠিকানা খুঁজে পাননি পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়। কিন্তু তাতেও থেমে নেই তুরিনদের জয়রথ। ল্যাৎসিওকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
গোল না পেলেও দারুণ খেলেছেন রোনালদো। ৬ মিনিটে দিনের প্রথম সুযোগটা পেয়েছিলেন তিনিই। কিন্তু তার হেড লক্ষ্যে থাকেনি। ১০ মিনিটে ল্যাৎসিওর সেনাদ লুলিচের দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক। ১৮ মিনিটে সামি খেদিরার শট বারপোস্টে লেগে ফিরে আসে। ২৯ মিনিটে গোল পায় জুভেন্টাস। ডি বক্সের বাইরে থেকে মিরালেম পিয়ানেচের দারুণ এক শট বল জালে জড়ালে এগিয়ে যায় তারা।
গোল খেয়ে তা শোধ করতে মরিয়া হয়ে খেলতে থাকে ল্যাৎসিও। তবে জালের ঠিকানা খুঁজে না পাওয়ায় ০-১ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় তাদের। যোগ করা সময়ে ফাঁকায় হেড দেওয়ার সুযোগ পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি মার্কো পারোলো।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে ল্যাৎসিও। ৫৮ মিনিটে লুইস আলবের্তোর দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে নিজেদের ফিরে পেতে খুব বেশি সময় নেয়নি তুরিনরা। ৬২ মিনিটে বানুচ্চির হেড কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন ল্যাৎসিও গোলরক্ষক থমাস স্ট্রাকোসা। কর্নার থেকে হেড নিয়েছিলেন রোনালদোও। তবে লক্ষ্যে থাকেনি।
৭০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন রোনালদো। তবে ঝাঁপিয়ে পড়ে সে শট ফিরিয়ে দেন ল্যাৎসিও গোলরক্ষক। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। গোল করার সুযোগ ছিল রোনালদোর। ঠিকভাবে শট নিতে না পারলে বল পেয়ে যান মারিও মানজুকিচ। তার ভলি সহজেই জালের ঠিকানা খুঁজে পায়।
এরপর দুই পক্ষই বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোন দলই। ফলে ২-০ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস। দিনের অপর ম্যাচে এসি মিলানের বিপক্ষে ৩-২ গোলের দারুণ জয় পেয়েছে নাপোলি।
Comments