ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে নিহত ২
যুক্তরাষ্ট্রের ফ্লরিডায় একটি বিনোদন কমপ্লেক্সে বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত হয়েছেন। হামলার পর ২৪ বছর বয়সী বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বিবিসির খবরে জানানো হয়, যেখানে হামলা হয়েছে সেখানে মানুষ কেনাকাটা, বিনোদন ও খাওয়ার জন্য প্রচুর মানুষ ভিড় করতেন। হামলার সময় সেখানে একটি ভিডিও গেম টুর্নামেন্ট চলছিল।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ বলেছে, বাল্টিমোরের বাসিন্দা কাটজ একটি হ্যান্ড গান নিয়ে গুলি চালায়। অসমর্থিত সূত্রে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, গেম হেরে গিয়ে ক্ষুব্ধ হয়ে যে গুলি চালায়।
এর আগে ২০১৬ সালে ফ্লোরিডার অরলান্ডোতে পালস নাইটক্লাবে গুলির ঘটনায় ৪৯ জন নিহত হয়েছিলেন। এ বছর ফেব্রুয়ারি মাসে পার্কল্যান্ডে একটি স্কুলে গুলিতে নিহত হন ১৭ জন।
Comments