পিছিয়ে পড়েও বড় জয় পেল রিয়াল

লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জিরোনার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে তারা। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার জোড়া গোলে ৪-১ গোলের বড় জয়ই পেয়েছে হুলেন লোপেতেগির শিষ্যরা। গোল পার্থক্যে বার্সেলোনাকে পিছনে ফেলে শীর্ষে উঠেছে রিয়াল।

লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জিরোনার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে তারা। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার জোড়া গোলে ৪-১ গোলের বড় জয়ই পেয়েছে হুলেন লোপেতেগির শিষ্যরা। গোল পার্থক্যে বার্সেলোনাকে পিছনে ফেলে শীর্ষে উঠেছে রিয়াল।

তবে ম্যাচের প্রথমার্ধে মাঝ মাঠ ছিল জিরোনার দখলে। দারুণ সব আক্রমণে যায় দলটি। রিয়ালকে একের পর এক আক্রমণে দিশেহারা করে ১৬ মিনিটে এগিয়েও যায় তারা। অ্যান্থনি লোসানোর শট ফিরাতে পেরেছিলেন নাচো। তবে ফিরতি বলে বোর্হা গার্সিয়ার জোরালো শট আটকাতে পারেনি কেউ। ফলে ১-০ গোলে এগিয়ে যায় জিরানো। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণও করতে পারতো দলটি।তবে গার্সিয়ার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন দানি কার্বাহাল। ফিরতি বলে শট লক্ষ্যে রাখতে পারেননি পেরে পনস।

ধীরে ধীরেই নিজেদের ফিরে পেতে শুরু করে রিয়াল। ৩০ মিনিটে মার্সেলোর ক্রসে ফাঁকায় হেড দিয়েছিলেন রিয়াল অধিনায়ক সের্জিও রামোস। তবে লক্ষ্যে রাখতে পারেননি। তবে গোল আদায় করে নেয় তারা ৩৯ মিনিটে। ডি বক্সের মধ্যে মার্ক মুনিয়েসা ফাউল করেন মার্কো অ্যাসেনসিওকে। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে সহজেই লক্ষ্যভেদ করেন রামোস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। এবার পেনাল্টি থেকে গোল আদায় করেন বেনজেমা। অ্যাসেনসিওকে ডি বক্সের মধ্যে ফাউল করেন জিরানো ডিফেন্ডার। সাত মিনিট পর আবার গোল পায় রিয়াল। নিজেদের অর্ধ থেকে বাড়ানো বলে দারুণ গতিতে ছুটে গিয়ে জিরানো গোলরক্ষককে পরাস্ত করেন ওয়েলস তারকা গ্যারেথ বেল।

পিছিয়ে বেশ কিছু আক্রমণ করে জিরানো। তবে গোলের দেখা পায়নি। ৭৭ মিনিটে গার্সিয়ার জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। উল্টো ৮০ মিনিটে নিজের দ্বিতীয় দলের চতুর্থ গোল করেন বেনজেমা। অফসাইডের ফাঁদ ভেঙে বেলের ক্রস থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন এ ফরাসী। ফলে ৪-১ গোলের বড় জয়ই পায় রিয়াল।

Comments

The Daily Star  | English

Malaysian PM Anwar Ibrahim arrives in Dhaka

This is the first visit by a head of a foreign government since the Yunus-led interim govt took charge

27m ago