ইংলিশ লিগের নিয়ম পরিবর্তন চান গার্দিওলা
ইউরোপে গ্রীষ্মের দলবদল শেষ হবে ৩১ আগস্ট। অথচ ইংলিশ লিগে খেলোয়াড় কেনার সময় শেষ হয়েছে গত মাসেই। বর্তমানে খেলোয়াড় বিক্রি করতে পারলেও কিনতে পারছে না তারা। আর এ ব্যাপারটি ভালো লাগছে না ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলার। কর্তৃপক্ষকে এ নিয়মের পরিবর্তন করার আহ্বান জানান সাবেক বার্সেলোনা কোচ।
ইনজুরির কারণে দলের প্রধান গোলরক্ষক ক্লাদিও ব্রাভোকে পাচ্ছে না ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় গোলরক্ষক এডারসনই এখন দলের মূল গোলরক্ষক। তার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় দলটি। কিন্তু একজন বিকল্প গোলরক্ষক দলে টানার কোন পথই নেই তাদের। ধারে ব্রেদাকে দেওয়া ১৯ বছর বয়সী আরো মারিচকে ফিরিয়ে এনেছে তারা। এছাড়া আরেক তরুণ ড্যানিয়েল গ্রিমশো তাদের অন্য বিকল্প। ভালো মানের গোলরক্ষকের জন্য অপেক্ষা করতে হবে শীতকালীন দলবদল পর্যন্ত।
আর এটাই ভোগাচ্ছে গত আসরে রেকর্ড গড়া দলটিকে। এছাড়াও ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলের প্রাণ ভোমরা কেভিন ডি ব্রুইনও। সব মিলিয়ে উড়তে থাকা ম্যানসিটি আগের ম্যাচে পয়েন্ট খুইয়েছে দুর্বল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে। তাই ইংলিশ লিগের দল বদলের সূচির পরিবর্তন চেয়েছেন গার্দিওলা।
মূলত ইনজুরিতে পরা খেলোয়াড়দের কথা বিবেচনা করেই এ নিয়ম পরিবর্তন করা উচিৎ বলে মনে করেন সিটি কোচ, ‘নিয়ম তো নিয়মই, লম্বা ইনজুরির কারণে আমার মনে হয় ফেডারেশনের এটা নিয়ে ভেবে দেখা উচিৎ। কারণ এখনও ইউরোপের দল বদলের বাজার উন্মুক্ত আছে। এটা (সময় বাড়ানো) হয়তো করা যেতে পারে। কারণ শুধু গোলরক্ষকের ব্যাপারই না, অনেক বড় খেলোয়াড়ই লম্বা ইনজুরিতে পড়ে।’
‘এখানে এটা বন্ধ করা হয়েছে কারণ মৌসুম শুরুর আগে পুরো স্কোয়াড পাওয়া খুব ভালো। তবে আমার মনে হয় আমরা এটা পুনরায় ভেবে দেখতে পারি, বিশেষকরে যখন ইনজুরিটা হয় পাঁচ ছয় মাসের মতো লম্বা সময়ের।’- যোগ করে আরও বলেন এ কোচ।
Comments