বার্সেলোনাকে সুখী করবে পগবা : পিকে

ম্যানচেস্টার ইউনাইটেডে সুখে নেই পল পগবা। এ কথা আকারে ইঙ্গিতে অনেকবারই বুঝিয়েছেন তিনি। আর নিজে সুখে না থাকতে পারায় দলকেও সুখী করতে পারছেন না এ ফরাসী। প্রভাব পড়ছে ম্যাচে। কিন্তু বার্সেলোনায় গেলে ঠিকই দলকে সুখী করবেন বলে মনে করেন সাবেক ম্যানইউ ও বর্তমান বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে।

রাশিয়া বিশ্বকাপে দারুণ খেলেছেন পগবা। দলকে করেছেন বিশ্বচ্যাম্পিয়ন। সে বিশ্বাস থেকেই ন্যু ক্যাম্পে পগবা ভালো কিছু করবেন বলে আশা করছেন পিকে, ‘এটা নিশ্চিত সে দারুণ একজন খেলোয়াড় এবং যদি সে ক্লাব পরিবর্তন করে ভবিষ্যতে এটা আমরা দেখতে পারব। যদি সে বার্সেলোনায় আসে তাহলে খুব ভালো হবে। এটা আমাদের ভবিষ্যতে সুখী করবে। তবে আমাদের এখন শ্রদ্ধা রাখতে হবে কারণ এখন সে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়।’

আগের দিনও টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে ০-৩ গোলে হেরেছে হোসে মরিনহোর দল। কোচের সঙ্গে যে পগবার দ্বন্দ্বটা দিন দিন বেড়ে চলেছে তা মাঠের পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। পুরো ম্যাচেই খোলসে বন্দী ছিলেন পগবা। তবে তাদের মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব তা ভালো ভাবে না জানায় কোন মন্তব্য করেনি পিকে, ‘তাদের মধ্যে কি ঘটছে এটা আসলে আমি খুব ভালো ভাবে জানি না।’

তবে পগবাকে ছাড়াই দারুণ শক্তিশালী বার্সেলোনা। চলতি আসরেও আর্থার, ম্যালকম ও লিংলের মতো মেধাবী তরুণদের দলে টেনেছে দলটি। তবে তাদের জ্বলে উঠতে আরও সময় দিতে হবে বলে মনে করেন পিকে, ‘লিংলের নিয়ন্ত্রণ দারুণ। যখন খেলে সে ভালো খেলে। আমাদের তাদের সময়ে দিতে হবে কারণ তারা এখনও খুব তরুণ। আমাদের তাদের বর্তমান ও ভবিষ্যৎ দেখতে হবে। আর্থার মাত্র ২১ আর লিংলে ও ম্যালকমও তরুণ।’

সব মিলিয়ে নিজের দলের উপর আস্থা আরও বেড়েছে পিকের। তবে গত আসরে চ্যাম্পিয়ন্স লিগে একটি বাজে দিনে রোমার কাছে ঘরের মাঠে হেরে বিদায় নিয়েছিল তারা। তাই সেটা থেকেই তরুণদের শিক্ষা নিতে বললেন এ বার্সা ডিফেন্ডার, ‘আমাদের শক্তিমত্তা আসলেই অনেক ভালো। তবে আমরা দেখেছি গত মৌসুমে কি হয়েছিল। আমাদের গত মৌসুমে (চ্যাম্পিয়ন্স লিগের) ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। নিশ্চিত করতে হবে একটা খারাপ দিনও যাতে না আসে।’

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

13h ago