জুভেন্টাসের বিপক্ষে করা রোনালদোর গোলটিই উয়েফার সেরা

গোলটা করেছিলেন জুভেন্টাসের বিপক্ষে। এখন সেই ক্লাবেরই সদস্য ক্রিস্তিয়ানো রোনালদো। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী নতুন ক্লাবে গিয়ে প্রথম পেলেন উয়েফার সেরা গোলের পুরষ্কার।

গোলটা করেছিলেন জুভেন্টাসের বিপক্ষে। এখন সেই ক্লাবেরই সদস্য ক্রিস্তিয়ানো রোনালদো। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী নতুন ক্লাবে গিয়ে প্রথম পেলেন উয়েফার সেরা গোলের পুরষ্কার।

গত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওভারহেড কিকে গোলটি দিয়েছিলেন রোনালদো। ৩-০ গোলে জেতা সে ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। মূলত তার কাছেই হারে তুরিনরা। আর গোলটি দেওয়ার পর নিজেও ক্যারিয়ারের সেরা গোল বলেছিলেন রোনালদো।

মোট ৩ লাখ ৪৬ হাজার ৯১৫ জন ফুটবল ভক্ত ভোট দিয়েছেন। যার মধ্যে ১ লক্ষ্য ৯৭ হাজার ৪৯৬ ভোটই পেয়েছেন রোনালদো। তার পরেই ছিলেন মার্শেই তারকা দিমিত্রি পায়েত। তার ভোট সংখ্যা ৩৫ হাজার ৫৫৮টি। ব্যবধানটা বেশ বড়। তৃতীয় হয়েছেন স্প্যানিশ অনূর্ধ্ব-১৭ নারী দলের এভা নাভারো। তিনি ভোট পেয়েছেন ২৩ হাজার ৩১৫।  

তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন রোনালদো। ২০১৫ সাল থেকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দর্শকদের ভোটে নির্বাচিত হয় সেরা গোল। প্রথম দুই আসরে এ পুরষ্কার পেয়েছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর গত আসরে পেয়েছেন বর্তমান ক্লাব সতীর্থ মারিও মানজুকিচ।

গত এক বছরের সেরা গোল থেকে চলতি আসরে মোট ১১টি রাখা হয়েছে সেরা তালিকায়। তারপর নেওয়া হয় দর্শকদের ভোট। তাতে যোজন যোজন ব্যবধানে জয়ী হয়ে সেরা নির্বাচিত হয় রোনালদোর গোল।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago