জুভেন্টাসের ইয়ুথ একাডেমিতে রোনালদোর ছেলে

বাবা ক্রিস্তিয়ানো রোনালদো চলতি মৌসুমেই যোগ দিয়েছেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। এবার ছেলে রোনালদো জুনিয়রও যোগ দিলেন ক্লাবের ইয়ুথ একাডেমিতে। জুভেন্টাসের অনূর্ধ্ব-৯ দলে যোগ দিয়েছেন বলেই জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যমগুলো।

টানা নয় বছর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে কাটানোর পর ইতালিতে পাড়ি জমিয়েছেন ৩৩ বছর বয়সী রোনালদো। ১০৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এ ট্রান্সফার রফাদফা করে দুই ক্লাব। এর মধ্যেই নতুন ক্লাবের হয়ে মাঠে নেমেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়। এবার ক্লাবের ইয়ুথ একাডেমিতে যোগ দিলেন তার ছেলে।

২০১০ সালের জুনে জন্মগ্রহণ করা রোনালদোর বড় ছেলে আগের দিন জুভেন্টাসের একাডেমিতে অনুশীলন করতে দেখা যায়। জুভেন্টাসের ভিনোভো গ্রাউন্ডে অনূর্ধ্ব-৯ দলের ক্যাম্পে অনুশীলনের সময় তোলা বেশ কিছু ছবি প্রকাশ করে ইতালিয়ান গণমাধ্যমগুলো। এ সময় রোনালদোর বর্তমান বান্ধবী জর্জিনা রদ্রিগেজও মাঠে উপস্থিত ছিলেন।

তবে শুধু রোনালদোর ছেলেই নয়, তার অনেক সতীর্থের ছেলেও জুভেন্টাসের ইয়ুথ একাডেমিতে আছেন। রোনালদো জুনিয়রের সঙ্গে বেশ কিছু ছবিতেই আন্দ্রেয়া বারজাগলির ছেলে মাত্তিয়া এবং সাবেক ইতালিয়ান তারকা ক্লাদিও মারচিসিওর ছেলে ডেভিডকে দেখা গিয়েছে।

কদিন আগেই রোনালদো এক সাক্ষাৎকারে বলেছিলেন তার ছেলেকেই তিনি ফুটবলার বানাতে চান। এর মধ্যে বড় ছেলে যে একজন মেধাবী খেলোয়াড় হিসেবে গড়ে উঠছেন সেটাও জানিয়েছিলেন তিনি, ‘ও খুবই প্রতিযোগিতামূলক। ও অনেকটাই আমার মতো। আমি এতে শতভাগ নিশ্চিত। ও হারতে পছন্দ করে না। আমি ওকে নানা রকম জিনিস শেখানর চেষ্টা করি। তবে ও নির্ধারণ করবে ও করতে চায়। ও সবসময় আমার সমর্থন পাবে। তবে অবশ্যই ও খেলোয়াড় হলে আমি খুশি হব কারণ ওর মাঝে সে প্রতিজ্ঞাটা আছে।’

Comments

The Daily Star  | English

6 killed, 37 injured in road crashes across 5 districts

The accidents took place in Sherpur, Narsingdi, Brahmanbaria, Faridpur, and Gopalganj today

13m ago