আগের চেয়ে এখন আরও ভালো বুফন

বয়স ৪০ পেরিয়ে ৪১’এর পথে। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। ক্লাব ফুটবলেরও অন্তিম পর্যায়ে আছেন বিশ্বকাপ জয়ী সাবেক ইতালিয়ান গোলরক্ষক জুয়ানলুইজি বুফন। কিন্তু এখনই কিনা আগের চেয়ে ভালো অবস্থানে আছেন এ গোলরক্ষক, ‘পাঁচ ছয় সাত বছর আগে যেমন ছিলাম তার চেয়ে এখন ভালো আছি।’

বয়স ৪০ পেরিয়ে ৪১’এর পথে। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। ক্লাব ফুটবলেরও অন্তিম পর্যায়ে আছেন বিশ্বকাপ জয়ী সাবেক ইতালিয়ান গোলরক্ষক জুয়ানলুইজি বুফন। কিন্তু এখনই কিনা আগের চেয়ে ভালো অবস্থানে আছেন এ গোলরক্ষক, ‘পাঁচ ছয় সাত বছর আগে যেমন ছিলাম তার চেয়ে এখন ভালো আছি।’

ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে বুফন বলেছেন, ‘যদি আপনি বলেন ৩৫ বছরে যেমন ছিলেন এখনও তেমন আছেন। তবে আমি বলব তার চেয়েও ভালো আছি।’

‘তখন আপনি বলবেন, অসম্ভব। আমিও বলব। যখন আমি বাসায় আসি তখন আমি নিজেকে এটাই বলি, এটা অসম্ভব নয়। আমি অন্তর থেকে বিশ্বাস করি পাঁচ ছয় সাত বছর আগের চেয়ে এখন ভালো আছি। আমি বলতে পারব না কি কারণে। হয়তো আমি আমার দৃষ্টিভঙ্গি বদলেছি। এই বয়সে সবকিছু নির্ভর করে ঈর্ষা এবং প্রেরণার উপর।’- যোগ করে বলেন বুফন।

জুভেন্টাসের হয়ে শেষ সাত মৌসুমে টানা লিগ শিরোপা জিতেছেন বুফন। ১৮ বছরের ক্যারিয়ারে নয়টি লিগ শিরোপাসহ আরও ১০টি শিরোপা জিতেছেন কিংবদন্তি এ গোলরক্ষক। তুরিনদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক চুকিয়ে চলতি মৌসুমে যোগ দিয়েছেন পিএসজিতে। কোচ টমাস টুখেলের মানিয়েও নিয়েছেন দারুণ।

কঁয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ ওয়ানে অভিষেক হয় বুফনের। তবে অঁজির বিপক্ষে শেষ ম্যাচে দেখা যায়নি তাকে। তার জায়গায় খেলেন ফরাসি গোলরক্ষক আলফুঁস আরিওলা। শনিবার নিমেসের বিপক্ষেও হয়তো নাও দেখা যেতে পারে তাকে। তাতে অবশ্য কোন সমস্যা দেখছেন না ইতালির সাবেক এ অধিনায়ক, ‘আলফুঁস ও কেভিন ট্রাপের আমার ভালো সম্পর্ক আছে। সতীর্থের চেয়ে তারা আমার কাছে ভাইয়ের মতো।’

Comments