বিমসটেক সম্মেলনে যোগ দিতে কাঠমান্ডুতে প্রধানমন্ত্রী

৪র্থ বিমসটেক সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাঠমান্ডুতে আজ বৃহস্পতিবার ৭টি সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের নিয়ে এই সম্মেলন শুরু হচ্ছে।
বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট/এএনএন

৪র্থ বিমসটেক সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাঠমান্ডুতে আজ বৃহস্পতিবার ৭টি সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের নিয়ে এই সম্মেলন শুরু হচ্ছে।

সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা ভারত এবং নেপালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেপি শার্মা ওলী এবং ভুটানের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দাসো থেসারিং ওয়াংচুকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে সকাল ৮টা ০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এবং জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, ডিপ্লোমেটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানগণ এবং পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিমসটেক সম্মেলনে যোগদানকারী নেতৃবৃন্দ নেপালের রাষ্ট্রপতির বাসভবন শীতল নিবাসে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এই উপ-আঞ্চলিক সংস্থাটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্যদিয়ে গঠিত হয়। যার সদস্য দেশগুলোর মধ্যে ৫টি দক্ষিণ এশিয়ার, যেগুলো হচ্ছে- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলংকা এবং অন্য দুটি দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমার এবং থাইল্যান্ড।

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

18m ago