এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেন সাব্বির, এনামুল

Sabbir Rahman
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন নানা ঘটনায় বিতর্কিত ব্যাটসম্যান সাব্বির রহমান। ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যর্থতার জেরে নেই ওপেনার এনামুল হক  বিজয়। এদের বাদ পড়ার দিনে সুখবর শুনেছেন অলরাউন্ডার আরিফুল হক। এক সিরিজ পর ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

বৃহস্পতিবার এশিয়া কাপের দল দেয় বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থেকে বদল আছে আরেকটি। পেসার আবু জায়েদ রাহী কোন ম্যাচ না খেলেই বাদ পড়েছেন।

সর্বশেষ ত্রিদেশীয় কাপের ফাইনালে খেলেছিলেন মিঠুন। এক ম্যাচের বাজে পারফরম্যান্সের জেরে তাকে বাদ দেওয়া হয়। সম্প্রতি আয়ারল্যান্ড সিরিজে ‘এ’ দলের হয়ে টি-টোয়েন্টিতে ৩৯ বলে ৮০ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন মিঠুন। এবার ফিরে এলেন জাতীয় দলেও।

চলতি বছর তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হয়ে সাত ম্যাচ খেলেছিলেন এনামুল। কিন্তু ১২.৫৮ গড়ে করতে পেরেছেন মাত্র ৮৮ রান। তার বাদ পড়া তাই অনুমিতই ছিল। অনেক দিন থেকে ফর্মে না থাকা সাব্বির রহমান মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় সমালোচিত হচ্ছিলেন। শৃঙ্খলাভঙ্গের কারণ জানতে শনিবার তাকে তলব করেছে বিসিবি। এবার বাদ পড়লেন দল থেকেও।

১৫ সেপ্টেম্বর দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপের বাংলাদেশ দল:  মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান , তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক,  মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

25m ago