বাস মালিক, চালকের বিরুদ্ধে মামলা করলেন শিশু আকিফার বাবা

বাসের ধাক্কায় ১৩ মাস বয়সী আকিফার মৃত্যুর ঘটনায় বাসচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
গতকাল (৩১ আগস্ট) শিশুর বাবা হারুনুর রশীদ বাদী হয়ে এই মামলা করেছেন।
ওসি নাসির উদ্দিন বলেন, বাসের মালিক ও হেল্পারের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৮ আগস্ট বাসের ধাক্কায় মা রিনা খাতুনের কোল থেকে পড়ে গুরুতর আহত হয় আকিফা। প্রথমে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়। মাথার আঘাত গুরুতর হওয়ায় শিশু আকিফার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢামেক-এর চিকিৎসকরা।
পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি থেমে থাকা বাসের সামনে দিয়ে রিনা শিশু আকিফাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় হঠাৎ করেই চালক বাসটি চালানো শুরু করে এবং তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মার কোল থেকে ছিটকে পড়ে যায় আকিফা।
গত ৩০ আগস্ট রাতে তার লাশ দাফন করা হয়।
শোকার্ত হারুনুর রশীদ বলেন, “আমার সন্তানের হত্যাকারীর শাস্তি চাই।”
Comments