অপূর্বকে ছাড়িয়ে গেল পুত্র আয়াশ!
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গেলো বছর ঈদে ‘বড় ছেলে’ নাটক দিয়ে আলোচনায় ছিলেন। বছর ঘুরে এবারও তিনি আলোচনায়। তবে এবার তাকে ছাপিয়ে ইউটিউবে সাড়া ফেলেছে তার একমাত্র পুত্র জায়ান ফারুক আয়াশ।
এবার ঈদুল আজহায় বাবার সঙ্গে প্রথমবারের মতো টিভি পর্দায় হাজির হয়েছিলো আয়াশ। নির্মাতা শিহাব শাহীনের ‘বিনি সুতার টানে’ নামক একটি নাটকে বাবার হাত ধরে তার অভিষেক হয়। নাটকটি প্রচারের পর বেশ সাড়া পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুনিয়র অপূর্ব এখন ভাইরাল। নাটকের দৃশ্য থেকে নেওয়া আয়াশের ছবির স্ক্রিন শট এখন অনেকের ওয়ালে দেখা যাচ্ছে।
এরই মধ্যে গানচিল থেকে প্রকাশিত হয়েছে ‘বিনি সুতার টানে’ নাটকটির একটি গান। আসিফ ইকবালের লেখা ও ঈশানের গাওয়া ‘আমার জন্য তুই পৃথিবী’ নামের গানটিতে অপূর্ব’র সঙ্গে দেখা গেছে ছেলে আয়াশকেও।
নাটকটি প্রচার হওয়ার পর এখন পর্যন্ত ইউটিউবে ২০ লাখের বেশি ভিউ হয়েছে। আর দর্শকদের বেশির ভাগেই প্রশংসা করছেন অপূর্ব-পুত্রের!
Comments