‘সাব্বির অনুতপ্ত, অনেক কিছু স্বীকার করেছে’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হতে যাওয়া ক্রিকেটার সাব্বির রহমান নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত, তিনি অনেক কিছু স্বীকারও করেছেন। সাব্বিরকে শাস্তির সুপারিশ করার পর এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
শৃঙ্খলাভঙ্গের দায়ে শনিবার শুনানির জন্য বিসিবি ডিসিপ্লিনারি কমিটি তলব করে সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনকে। শুনানির পর মোসাদ্দেককে সতর্ক ও সাব্বিরকে ছয় মাস নিষিদ্ধের সুপারিশ করে কমিটি।
সাব্বিরের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ সফরে। সফরচলাকীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন তিনি। এর আগেও বেপরোয়া আচরণের জন্য একাধিকবার শাস্তি পেয়েছিলেন।
শনিবার শুনানিতে এসে সাব্বির অনুতপ্ত ছিলেন বলে জানান মল্লিক, ‘সে অনুতপ্ত। সে ভবিষ্যতে এ রকম কিছু করবে না বলে প্রতিজ্ঞা করেছে। সে অনেক কিছু স্বীকারও করেছে। ’
তবে ফেসবুকে ভক্তকে গালাগাল করার বিষয়টি আবার স্বীকার করেননি সাব্বির , ‘সে বলেছে হ্যাক হয়েছিলো। বাকি কার্যকলাপের বিষয়ে সে কিছু বিষয় স্বীকার করেছে। ওই বিষয়ে তাকে নির্দেশনাও দেয়া হয়েছে। ’
বারবার সাব্বিরের কেন এমন আচরণ, কারণ হিসেবে এই ক্রিকেটার অসৎসঙ্গে পড়েছেন বলে মনে করেন মল্লিক, ‘গাইডেন্সের কথা বলবো। বন্ধু-বান্ধব যাদের সাথে চলে, তাদের কারণে হতে পারে। বোর্ড প্রধান কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে আরো কড়া শাস্তি দেয়া হতে পারে। তখন হয়তো ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটেও সে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ থাকতে পারে। ’
সাব্বিরের সঙ্গে শুনানিতে ডাকা হয়েছিল মোসাদ্দেক হোসেনকেও। সম্প্রতি ময়মনসিংহে নির্যাতন ও যৌতুকের অভিযোগে মোসাদ্দেকের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। যদিও মোসাদ্দেক জানান মামলার নয়দিন আগেই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তিনি। মোসাদ্দেকের বিষয় আদালতে চলে যাওয়ায় এই ব্যাপারে কোন সিদ্ধান্তে যায়নি বিসিবি, ‘মোসাদ্দেকেরটা পারিবারিক মামলা। বিচার-বিবেচনা করে আমরা তাকে নির্দেশনা দিয়েছি। তাকে সাবধান করা হয়েছে। ভবিষ্যতে সে যাতে নিজেকে সংযত করে চলে, এ বিষয়ে বলা হয়েছে। এটা যেহেতু বিচারাধীন বিষয়। কোর্ট থেকে যা বলা হবে, সেটাই তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ’
Comments