এশিয়ার কাপের লঙ্কান দলে মালিঙ্গা

 Lasith Malinga

নির্বাচকদের উপেক্ষায় অনেকটা বাতিলের খাতায় চলে গিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। ৩৫ বছর বয়সী এই পেসারের ফিটনেস নিয়েও ছিল সংশয়। তবে ঘরোয়া ক্রিকেটে ঝলক দেখিয়ে ফিরে এসেছেন জাতীয় দলে। তাকে রেখেই এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। মালিঙ্গা খেলে যাচ্ছিলেন রঙিন পোশাকে। গত সেপ্টেম্বরের পর থেকে সাদা বলের ক্রিকেটেও ডাক পাচ্ছিলেন না। চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর তাকে ডাকেননি একবারও। কিন্তু ঘরোয়া ক্রিকেটের মুন্সিয়ানা দেখিয়ে নিজেকে নজরে আনতে বাধ্য করেছেন এই পেসার।

এশিয়া কাপের লঙ্কান দলও বেশ শক্তিশালী। আছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। শৃঙ্খলাভঙের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে না থাকা দানুশকা গুনাথিলাকা ফিরেছেন। টেস্ট দলের নিয়মিত মুখ দিলরুয়ান পেরেরাকেও নেওয়া হয়েছে ওয়ানডে দলে।

এশিয়া কাপে শ্রীলঙ্কা পড়েছে ‘বি’ গ্রুপে। ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের শুরুর দিনই বাংলাদেশের মুখোমুখি হবে তারা।

ওয়ানডের শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুসল পেরেরা, কুসল মেন্ডিস, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা দনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোন্সো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্থ চামিরা, লাসিথ মালিঙ্গা।

Comments

The Daily Star  | English

Cumilla rape: Main accused among two more arrested

Three others were arrested in the same case early today

52m ago