জিতেই চলেছে লিভারপুল
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে যেন অন্যরকম ছন্দে আছে লিভারপুল। নিজেদের মাঠ কিংবা পরের ডেরা, জিতেই চলেছে তারা। লিস্টার সিটির মাঠে গিয়ে সাদিও মানে আর রবার্তো ফিরমিনোর গোলে টানা চতুর্থ জয় পেয়েছে অলরেডসরা।
শনিবার ২-১ গোলে জেতার দিনে সাংঘাতিক এক ভুল করে বসেছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। তবে শেষে গিয়ে আর ওই ভুল ম্যাচের ফলের প্রভাবক হতে পারেনি।
খেলার শুরুতেই চনমনে লিভারপুল গোল পেয়ে যায়। দশম মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের পাস পেয়ে বাঁ পায়ের শট দলকে এগিয়ে দেন সেনেগাল তারকা মানে।
গোল খেয়ে টনক নড়ে লিস্টারের। বারবার আক্রমণে গিয়ে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় তারা। কিন্তু প্রধামার্ধের একদম শেষ দিকে গিয়ে উলটো আরেক গোল খেয়ে বসে তারা।
৪৫ মিনিটে জেমস মিলনারের কর্নার থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো।
৬৩ মিনিটে অ্যালিসনের ওই ক্ষমাহীন ভুল। কদিন আগেই লিভারপুলে যোগ দেওয়া এই গোলরক্ষক ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ব্যাক-পাস ক্লিয়ার না করে কারিকুরি করতে যান তিনি। সুযোগ পেয়ে ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন বল কেড়ে ঢুকিয়ে দেন জালে। তব্দা হয়ে সেই দৃশ্য দেখা ছাড়া কোন উপায় ছিল না অ্যালিসনের।
আগের তিন ম্যাচ দলকে অক্ষত রাখা অ্যালিসন নিজের গায়ে লাগালেন কালির দাগ।
ওই গোলের পরও অবশ্য খেলায় ফেরা হয়নি লিস্টারের। চার ম্যাচের সব কটি জিতে ১২ পয়েন্ট নিয়ে একদম শীর্ষে আছে ইউর্গেন ক্লপের শিষ্যরা।
Comments