তৃতীয় ম্যাচেও গোল পেলেন না রোনালদো
ইতালিয়ান লিগে গোল খরা কাটছেই না ক্রিস্তিয়ানো রোনালদোর।পায়ের কারিকুরি, মুন্সিয়ানাও দেখাচ্ছেন কিন্তু বল জালে জড়াতে পারছন না। পার্মার বিপক্ষে ওদের মাঠে গিয়ও একই অবস্থা। তবে রোনালদো গোল না পেলেও জিততে সমস্যা হচ্ছে না জুভেন্টাসে। টানা তিন নম্বর জয় পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
শনিবার ইতালিয়ান লিগের ম্যাচে অ্যাওয়ে ম্যাচে পার্মাকে ২-১ গোলে হারায় জুভেন্টাস। দলের হয়ে গোল করেন মারিও মানজুকিচ ও ব্লেইস মাতুইদি।
খেলার প্রথম আক্রমণ থেকেই গোল পায় জুভরা। ২ মিনিটে হুয়ান কুয়ার্দেদোর ক্রস থেকে হেড করেছিলেন বক্সে দাঁড়ানো মানজুকিচ। তা প্রতিপক্ষের ডিফেন্ডারের পিঠে লেগে ফের তার পায়ের সামনে পড়ে, আলতু টোকায় জড়িয়ে দেন জালে।
৩৩ মিনিটে ওই গোল শোধ করে দেয় পার্মা। বা দিক থেকে পাওয়া ক্রস পেয়ে বল জালে জড়ান জার্ভিনিয়ো।
রোনালদো সহজ গোলের সুযোগ নষ্ট করেন ৫৪ মিনিটে। ডি-বক্সে ঢুকেও ঠিকমতো শট রাখতে পারেননি। বিরতির আগেও বক্সের মধ্যে পা লাগাতে ব্যর্থ হন জুভেন্টাসের সেরা তারকা।
৫৮ মিনিটে গিয়ে তুরিনের অল্ড লেডিদের স্বস্তি দেন মাতুইদি। আড়াআড়ি অবস্থায় বল পেয়ে দারুণ এক শটে গোল করেন ফরাসি তারকা।
এই জয়ে তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষেই আছে জুভেন্টাস।
Comments