‘ছিঁচকাঁদুনে’ ভঙ্গিতেই সমালোচনার জবাব নেইমারের
নেইমার ছিঁচকাঁদুনে, অল্পতেই কাতর। বিশ্বকাপে তার ডাইভিং নিয়ে মজা করতে শুরু করেছিল ফ্রান্স লিগ ওয়ানের দল নিমের ভক্তরা। পিএসজির বিপক্ষে নিজেদের মাঠে নেইমারকে ব্যাঙ্গ করা ব্যানার নিয়ে মাঠে গিয়েছিল তারা। ব্রাজিলিয়ান তারকা তাদের সমালোচনার জবাব দিয়েছেন ব্যতিক্রমী উপায়ে। নিমের জালে বল ঢুকিয়ে সেসব ব্যানারের সামনে গিয়েই কান্নার ভঙ্গি করেছেন তিনি।
শনিবার লিগ ওয়ানের ম্যাচে নেইমার খেলেছেন দারুণ। ছন্দময় খেলে গোলের সূচনা করেন তিনিই। গোল পেয়েছেন ডি মারিয়া, কিলিয়ান এমবাপে, এডিসন কাভানিরা। তাতে ৪-২ গোলে রোমাঞ্চকর ম্যাচ জিতে নেয় পিএসজি।
বিশ্বকাপে নেইমারের ‘ডাইভ’ নিয়ে কম সমালোচনা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে গেছে নেইমারকে নিয়ে ট্রলে। তবু এসব চুপচাপ সয়েছেন নেইমার। শনিবার দুই যুগ পর লিগ ওয়ানে উঠে আসা নিম ভক্তরা নেইমারকে কাবু করার ফন্দি আঁটেন। ব্যানারে ‘ক্রাইবেবি’ বা ছিঁচকাঁদুনে ব্যানার নিয়ে নেইমারকে ব্যাঙ্গ করতে থাকেন তারা।
নেইমার এই ব্যানার খেয়াল করেছিলেন, অপেক্ষায় ছিলেন মুক্ষোম সুযোগের। ৩৬ মিনিটে আসে সে সুযোগ। ডি বক্সেরে ভেতর থমাস মুনিয়েরের বাড়ানো বল ছুটে এসে স্লাইড করে জালে জড়িয়ে দেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। এরপরও ছুটে যান গ্যালারির দিকে। ওই ব্যানারের সামনে বসে পড়ে দুই হাত দিয়ে কান্নার ভঙ্গি করে জবাব দেন ব্যাঙ্গকারীদের।
নামেভারে পিএসজি থেকে অনেকখানি পিছিয়ে থাকা নিম অবশ্য মাঠের খেলায় লড়াই বেশ জমিয়ে তুলেছিল। দুগোলে পিছিয়ে থেকেও সমতায় এসে নেইমারদের ভয় ধরিয়ে দেয়। ৪০ মিনিটে ডি মারিয়া গোল করে এগিয়ে নিয়েছিলেন পিএসজিকে। ৬৩ অঁতনা ববিচেন গোল করে ব্যবধান কমানোর পর পাঁচ মিনিট পর স্পট কিক থেকে সমতা ফেরান তেজি সাভানিয়ে।
৭৭ মিনিটে এমবাপে আর ইনজুরি টাইমে কাভানি গোল করলে পয়েন্ট নিশ্চিত হয় পিএসজির। তবে একদম শেষ মুহুর্তে গিয়ে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন এমবাপে ও সাভানিয়ে।
Comments