এশিয়া কাপের আফগান দলে স্পিনারদের ছড়াছড়ি

আফগানিস্তান দলের মূল শক্তিই তাদের তিন স্পিনার। এবার সেখানে যোগ হয়েছেন আরেকজন। রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবীর পাশাপাশি ঘূর্ণি বলার শরাফুদ্দিন আশরাফ ডাক পেয়েছেন।
Afghanistan
দেরাদুনে অনুশীলন আফগান দল। ছবি: এএফপি

আফগানিস্তান দলের মূল শক্তিই তাদের তিন স্পিনার। এবার সেখানে যোগ হয়েছেন আরেকজন। রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবীর পাশাপাশি ঘূর্ণি বলার শরাফুদ্দিন আশরাফ ডাক পেয়েছেন।

এশিয়া কাপে খেলা হবে দুবাই আর আবুধাবিতে। সেখানে ঘূর্ণি বোলাররা বাড়তি সুবিধা পাবেন ধরে নিয়েই স্পিন শক্তির উপর আস্থা রাখতে চাইছে এশিয়ার নতুন টেস্ট খেলুড়ে দলটি। স্কোয়াডে চার স্পিনার রেখে তাই ১৭ জনের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এত বড় স্কোয়াডেও জায়গা হয়নি পেসার দৌলত জাদরানের। আশরাফ একটা ওয়ানডে খেললে একেবারে আনকারো একজনও আছেন স্কোয়াড। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন মুনির আহমেদ।

এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ‘বি’ গ্রুপে পড়েছে আফগানিস্তান। ১৭ সেপ্টেম্বর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের এশিয়া কাপ মিশন। ২০ সেপ্টেম্বর একই ভেন্যুতে বাংলাদেশের মুখোমুখি হবে রশিদ খানরা।

এশিয়া কাপের  আফগানিস্তান দল:  মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি, আসগর আফগান স্টেনেকজাই (অধিনায়ক), রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, শরাফউদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম, ইহসানউল্লাহ জানাত, সৈয়দ শিরজাদ, ওয়াফাদার, মুনির আহমেদ।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago