আবারো হ্যাটট্রিক বিসর্জন দিলেন ‘মহানুভব’ মেসি

বলটা যখন হাতে নিলেন অনেকেই ভেবেছিলেন মৌসুমের প্রথম হ্যাটট্রিকটা পাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু সবাইকে অবাক করে বল তুলে দিলেন লুইস সুয়ারেজের হাতে। তাতে জোড়া গোল হলো দুইজনেরই। আর হ্যাটট্রিক মিস হলো মেসির। কিন্তু তাতে হাজারো ফুটবল ভক্তের হৃদয় জয় করলেন ক্ষুদে জাদুকর। প্রশংসায় ভাসছেন এ আর্জেন্টাইন

বলটা যখন হাতে নিলেন অনেকেই ভেবেছিলেন মৌসুমের প্রথম হ্যাটট্রিকটা পেয়ে যাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু সবাইকে অবাক করে বল তুলে দিলেন লুইস সুয়ারেজের হাতে। তাতে জোড়া গোল হলো সুয়ারেজের। আর হ্যাটট্রিক মিস হলো মেসির। কিন্তু তাতে হাজারো ফুটবল ভক্তের হৃদয় জয় করলেন ক্ষুদে জাদুকর। প্রশংসায় ভাসছেন এ আর্জেন্টাইন।

লা লিগায় এর মধ্যেই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে বার্সেলোনা। প্রথম দুই ম্যাচে গোলের দেখা পাননি দলের মূল স্ট্রাইকার সুয়ারেজ। তাতে দলকে কিছুটা হলেও ব্যাকফুটে থাকতে হয়েছে। বিশেষকরে দ্বিতীয় ম্যাচে ভায়াদরিদের মাঠে অনেক কষ্টেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। বেশ কিছু সহজ সুযোগ মিস করেছিলেন সুয়ারেজ। তার ছন্দহীনতা ভুগিয়েছে দলকে। 

তাই পুঁচকে হুয়েস্কার বিপক্ষে আত্মবিশ্বাস ফেরানোয় ছিল বার্সেলোনার মূল মিশন। সুয়ারেজের মতো পরীক্ষিত খেলোয়াড়দের ছন্দে ফেরাতে প্রয়োজন ছিল গোল। সে গোল পেয়েছেন তিনি ৩৯ মিনিটেই। কিন্তু তাতে বাড়তি রশদ ঢেলে দেন মেসির। ম্যাচের শেষ মুহূর্তে নিজে হ্যাটট্রিক না করে বল তুলে দেন সুয়ারেজের হাতে। ফলে তিন ম্যাচে দুই গোল করে সেরা তালিকায় ভালোভাবেই থাকলেন এ উরুগুইয়ান।

ঘটনাটি ঘটে ম্যাচের যোগ করা সময়ে। নির্ধারিত সময়ে ৭-২ গোলে এগিয়ে বার্সেলোনা। এ সময় বার্সার একটি আক্রমণে ডি বক্সের মধ্যে সুয়ারেজকে ফেলে দিয়েছিলেন হুয়েস্কা গোলরক্ষক আক্সেল ওয়ার্নার। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এর আগে জোরা গোল করা মেসি বল হাতে নিয়ে তুলে দেন সুয়ারেজের হাতে। আর সহজেই লক্ষ্যভেদ করে নিজের দ্বিতীয় গোল করেন এ উরুগুইয়ান। আর এ ত্যাগের কারণেই ফুটবল বোদ্ধা ও ভক্তদের প্রশংসা বানীতে ভাসছেন মেসি।

তবে মেসির মহানুভবতার নিদর্শন নতুন কিছু নয়। এর আগেও অনেক ম্যাচেই হ্যাটট্রিকের দ্বারে থেকে বল তুলে দিয়েছেন সতীর্থদের হাতে। তাতে হ্যাটট্রিক হয়তো হয়নি কিন্তু সতীর্থদের আত্মবিশ্বাস বেড়েছে। দলও থেকেছে ছন্দে। আর এ কারণেই দলগতভাবে সাফল্য পেয়েই চলেছে বার্সেলোনা।

Comments

The Daily Star  | English
speech by Dr Yunus

Yunus to address nation at 7:30pm

Chief Adviser Professor Muhammad Yunus will address the nation at 7:30pm today

21m ago