তবুও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

হুয়েস্কার বিপক্ষে গুনে গুনে আটটি গোল দিল বার্সেলোনা। জোড়া গোল পেয়েছেন দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। গোল পেয়েছেন ওসমান দেম্বেলে, ইভান রাকিতিচ ও জর্দি অলবাও। কিন্তু তারপরও সন্তুষ্ট নন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভার্দে।

হুয়েস্কার বিপক্ষে গুনে গুনে আটটি গোল দিল বার্সেলোনা। জোড়া গোল পেয়েছেন দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। গোল পেয়েছেন ওসমান দেম্বেলে, ইভান রাকিতিচ ও জর্দি অলবাও। কিন্তু তারপরও সন্তুষ্ট নন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভার্দে।

অবশ্য অসন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। এরপর গোল খেয়েছে আরও একটি। আট গোল দিলেও নিচু সারির দলের বিপক্ষে দুটি গোল খাওয়া নিঃসন্দেহে তাদের জন্য উদ্বেগের বিষয়। আর এ কথাটিই বলেছেন ভালভার্দে।

‘আমি খুব খুশি কারণ আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছি। তবে যে দুটো গোল খেয়েছি এর জন্য আমি অসন্তুষ্ট। আমাদের অর্ধে প্রতিপক্ষের সুযোগগুলো আরও অনেক কমাতে হবে।’- ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন ভালভার্দে।

তবে ধীরে ধীরে নিজেদের ফিরে পেয়ে দারুণ জয় তুলে নেওয়ায় শিষ্যদের প্রশংসা করেছেন ভালভার্দে, ‘আমার ধৈর্য ধরেছি এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি। এরপর সুযোগ তৈরি করে আটটি গোল আদায় করে নিয়েছি। সামনে অনেক কঠিন ম্যাচ আসবে। পূর্ণ নয় পয়েন্ট আমাদের এগিয়ে রাখবে।’

কিন্তু তারপরও রক্ষণভাগ নিয়ে ভাবতেই হচ্ছে ভালভার্দেকে। কারণ প্রথমার্ধে ম্যাচ ছিল প্রায় সমানে সমান। বিরতিতে যাওয়ার আগে ৩-২ গোলে এগিয়েছিল বার্সেলোনা। আর এ তিন গোলের একটি ছিল প্রতিপক্ষের দেওয়া উপহার। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ছিল মেসির বার্সেলোনা। মেসি একাই নয়টি গোলের সুযোগ করেছেন পুরো ম্যাচে।

Comments