শহিদুলের জামিন শুনানিতে বিব্রত হাইকোর্ট বেঞ্চ
আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন শুনানিতে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
আজ মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিব্রতবোধের এই ঘটনা ঘটে। বিচারক বিব্রত বোধ করায় এ ব্যাপারে প্রধান বিচারপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে কোন বিচারপতি বিব্রত বোধ করেছেন বা কেন করেছেন তা জনায়নি হাইকোর্টের এই বেঞ্চ।
শহিদুল আলমের পক্ষে গতকাল জামিন আবেদন করা হলে শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আদালত।
শহিদুল আলমের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগের দিন রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবি। সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
Comments