কার জন্য এলোমেলো দুজনার জীবন?
ঠিক কার জন্য এলোমেলো হলো দুজনার জীবন- তার সন্ধান পাওয়া যাবে আসিফ আকবর ও কর্নিয়ার গাওয়া দ্বৈত গানটিতে। এর আগে তাদের দুজনার ‘কি করে তোকে বোঝাই’ গানটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেন।
সেই ধারাবাহিকতায় আবারও নতুন চমক ‘এলোমেলো জীবন’ নামের গানের ভিডিও নিয়ে আসছেন দুজন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তরুণ মুন্সী। এর ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির। এটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “কর্নিয়ার সঙ্গে গাওয়া গানগুলো শ্রোতা-দর্শকরা দারুণ পছন্দ করেছেন। এবার আমরা নিয়ে আসছি ‘এলোমেলো জীবন’ নামের নতুন গান। আশা করি, এটি সবার ভালো লাগবে।”
কর্নিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আসিফ ভাইয়ের সঙ্গে গান করতে সবসময়ই ভালো লাগে। অনেক উৎসাহ পাই তার কাছ থেকে। দারুণ একটি গল্প নিয়ে সুন্দর চমৎকার ভিডিও তৈরি করা হয়েছে। এ গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।”
আগামী ৬ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
Comments